সিপিসি’র কুড়িতম প্রতিনিধি সম্মেলন সম্পর্কে নেটিজেনদের মতামত বিশ্লেষনের নির্দেশ দিলেন সি চিন পিং
2022-06-26 19:34:45

জুন ২৬: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি নেটিজেনদের কাছ থেকে পাওয়া চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুড়িতম প্রতিনিধি সম্মেলনসম্পর্কিত মতামত বিচার-বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন।

সি চিন পিং তাঁর নির্দেশনায় বলেন, সিপিসি’র কুড়িতম প্রতিনিধি সম্মেলন হচ্ছে পার্টি ও দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। এ সম্মেলন সম্পর্কে নাগরিকদের মতামত ও প্রস্তাব বিচার-বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সিদ্ধান্তগ্রহণ জরুরি।

এর আগে সি চিন পিংয়ের নির্দেশ অনুযায়ী সিপিসি’র কুড়িতম প্রতিনিধি সম্মেলনসম্পর্কিত ইন্টারনেট-মতামত সংগ্রহের কাজ ১৫ই এপ্রিল থেকে ১৬ই মে পর্যন্ত চলে। এ সময় নেটিজেনদের কাছ থেকে মোট ৮৫ লাখ ৫৪ হাজার মতামত ও প্রস্তাব পাওয়া গেছে। (ছাই/আলিম/স্বর্ণা)