পদ্মা সেতুর উদ্বোধন: বাংলাদেশের ঐতিহাসিক ক্ষণ
2022-06-25 16:45:18

ঢাকা, জুন ২৫: ‘পদ্মাসেতু শুধু একটি সেতু নয়, এ সেতু বাংলাদেশের গৌরব ও সক্ষমতার প্রমাণ’, বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সবচেয়ে উচ্চ মর্যাদাসম্পন্ন প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ।

আজ শনিবার, বেলা ১০টায় ৪০  মিনিটে শুরু হয় বাংলাদেশের গৌরব পদ্মা সেতু উদ্বোধনের মূল অনুষ্ঠান।  এই উপলক্ষে সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের প্রায় পাঁচ হাজার অতিথি উপস্থিত হন। এরমধ্যে মন্ত্রিপরিষদ, দেশের  বিভিন্ন  সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিগণ, দেশীয় ও গণমাধ্যমের সাংবাদিকরা  এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মিত হয়েছে।  বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ খরস্রোতা নদী পদ্মার উপর এই সেতু নির্মাণ করা একটি বিশাল চ্যালেঞ্জ বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী।

পদ্মা সেতু নির্মাণের সঙ্গে জড়িত প্রকৌশলী, উপদেষ্টা কমিটি, মন্ত্রিপরিষদ, দেশী বিদেশী সকল নির্মাতা প্রতিষ্ঠান, সাধারণ মানুষ, সকল শ্রমিক এবং সর্বস্তরের দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালে শহীদ পরিবারের সদস্য ও অন্যদের স্মরণ করেন।

প্রধানমন্ত্রী টোল দিয়ে মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রমুখ।

পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের রাজধানী ও সকল অঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হবে। ফলে অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শান্তা/ হাশিম