৭৫০ টাকা টোল দিলেন প্রধানমন্ত্রী, টোল নিলেন তানিয়া
2022-06-25 16:54:32

ঢাকা, জুন ২৫: পদ্মাসেতু উদ্বোধনের পর টোল প্লাজা দিয়ে প্রথম পার হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার গাড়ির জন্য নির্ধারিত ৭৫০ টাকা টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী।  

দ্মাসেতুর মাওয়াপ্রান্তে স্থাপন করা টোল প্লাজার একটি বুথ দিয়ে পার হন প্রধানমন্ত্রী।  টোল প্লাজার টোল আদায় সেকশনের সুপারভাইজার, তানিয়া আফরিন জানান, তিনিই প্রধানমন্ত্রীর টোল আদায় করেন। তানিয়া আফরিন জানান, প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন।

নিজের গাড়ির টোল আদায়ের পাশাপাশি তার গাড়ি বহরের টোলও পরিশোধ করেন প্রধানমন্ত্রী। টোল আদায় কর্মীরা সিআরআই বাংলাকে জানান, পুরো গাড়ি বহরের জন্য মোট ১৬ হাজার ৪০০ টাকা টোল পরিশোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর পদ্মাসেতুর নাম ফলক উদবোধন করেন প্রধানমন্ত্রী। পরে এই টোল প্লাজা দিয়ে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকরা পদ্মাসেতু পার হয়ে যান।

সাজিদ/ শান্তা