বন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোণার ট্রেন চলাচল শুরু
2022-06-23 18:12:00

ঢাকা, জুন ২৩: বাংলাদেশের উত্তর-পূর্কাঞ্চলীয় জেলা নেত্রকোণায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রেলসেতু মেরামত করা হয়েছে। ফলে ৫ দিন পর আবারও শুরু হয়েছে নেত্রকোণা থেকে সারাদেশে ট্রেন চলাচল।

নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর স্টেশন মাস্টার গোলাম রব্বানী স্থানীয় গণমাধ্যমগুলোকে জানান, বৃহস্পতিবার সকালে নেত্রকোণার মোহনগঞ্জ স্টেশন থেকে হাওর এক্সপ্রেস নামে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। এ রেলপথে এখন থেকে নিয়মিত ট্রেন চলাচল করবে বলে জানান তিনি।

গোলাম রব্বানী জানান, এর আগে গেল ১৮ জুন সকালে জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অতিথপুর রেলস্টেশন সংলগ্ন ইসলামপুর এলাকার রেলসেতুটি বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এ পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

অভি/ সাজিদ