বন্যায় ফসলের ‘ওই রকম’ ক্ষতি হয়নি: কৃষিমন্ত্রী
2022-06-22 18:24:58

ঢাকা, জুন ২২: বাংলাদেশে এবারের বন্যায় ফসলের ‘তেমন’ ক্ষতি হয়নি জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ক্ষয় যেটুকু হয়েছে, সেটা পুষিয়ে নিতে সরকারের যথেষ্ট ‘প্রস্ততি’ আছে।

বুধবার রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “১১ লক্ষ হেক্টর জমিতে আউশ আছে। সেখানে ৫০ হাজার হেক্টরের মতো আক্রান্ত হয়েছে। কাজেই এখনো ওইরকম কোনো ক্ষতি হয়নি”

সরকারের প্রস্তুতি তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন,  “এ পর্যন্ত যতটুকু ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য সরকার খুবই তৎপর এবং এ ব্যাপারে তাদের যথেষ্ট প্রস্তুতি আছে। পর্যাপ্ত বীজ আছে, যদি বীজতলা নষ্ট হয়ে যায়, নতুন করে আবার বীজতলা করা হবে।”

বন্যার ক্ষয়ক্ষতি দেখে সরকার পুনর্বাসন কর্মসূচি নেবে বলেও জানান মন্ত্রী। 

উল্লেখ্য যে, টানা ভারি বর্ষণ ও উজানের ঢলে গত সপ্তাহে বর্ষার শুরুতেই ভয়াবহ বন্যায় ডুবেছে সিলেট ও সুনামগঞ্জ। সিলেট অঞ্চলে পানি এখন কমতে শুরু করলেও বাড়ছে দেশের মধ্যাঞ্চলে।

 

মিম/ শান্তা