দক্ষিণ সুদানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দূর করতে চীনা প্রতিনিধির আহ্বান
2022-06-21 11:43:28

জুন ২১: গতকাল (সোমবার) জাতিসংঘে নিযুক্ত চীনা উপ-প্রতিনিধি তাই বিং দক্ষিণ সুদান ইস্যুতে বক্তব্য দিয়েছেন। এসময় নিরাপত্তা পরিষদকে যত দ্রুত সম্ভব দক্ষিণ সুদানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নির্মূলের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, দক্ষিণ সুদানের অন্তর্বর্তী প্রশাসনের মেয়াদ আগামী বছর শেষ হবে। দক্ষিণ সুদানের বিভিন্ন পক্ষ সুষ্ঠুভাবে অন্তর্বর্তী রাজনৈতিক কাঠামো গঠন এবং নিরাপত্তা ও অর্থনৈতিক সংস্কারসহ বিভিন্ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করবে। আন্তর্জাতিক সমাজের উচিত সহনশীলতার সঙ্গে দক্ষিণ সুদানের সংঘর্ষ মোকাবিলার চেষ্টা করা। এ ব্যাপারে চাপ দেওয়া ও শাস্তি প্রয়োগে উপকার হবে না।

 

তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদের উচিত আফ্রিকান ইউনিয়নের আহ্বানে সাড়া দেওয়া, দক্ষিণ সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা নির্মূল করা। যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের ওপর একতরফার নিষেধাজ্ঞা দেয়, যা দেশগুলোর জনগণের জন্য বড় ক্ষতির কারণ হয়। এ আচরণ অগ্রহণযোগ্য, নিরাপত্তা পরিষদের অনেক সদস্যদেশও দক্ষিণ সুদানের ওপর নিষেধাজ্ঞায় সমর্থন দেয় নি। তাই, সংলাপ ও সমঝোতার মাধ্যমে সংঘর্ষ মোকাবিলা করা প্রয়োজন। দক্ষিণ সুদানের অর্থনৈতিক সংস্কার কিছু সাফল্য অর্জন করেছে। মানবিক সংকট এবং খাদ্যশস্যের সমস্যা গুরুতর। তাই, আন্তর্জাতিক সমাজের উচিত দক্ষিণ সুদানে ত্রাণ জোরদার করা।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)