চীনা অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন আন্তর্জাতিক সমাজের জন্য আশার ব্যাপার
2022-06-21 11:42:53

জুন ২১: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, কোভিড-১৯ মহামারীর কার্যকর নিয়ন্ত্রণ পদক্ষেপ এবং ইতিবাচক সামাজিক ও অর্থনৈতিক নীতিমালার কারণে চীনা অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন দেখা দিয়েছে; যা আন্তর্জাতিক সমাজের জন্য আশার ব্যাপার।

 

জানা গেছে, আন্তর্জাতিক কোম্পানির পুঁজি বিনিয়োগের গন্তব্য দেশ চীন। এ সম্পর্কে চীনা মুখপাত্র ওয়াং বলেন, মে মাসে চীনা অর্থনীতির পুনরুদ্ধার প্রবণতা দেখা যায়। চীনের শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত মাসের তুলনায় পণ্য রপ্তানি ১৫.৩ শতাংশ বেড়েছে। চীনের পণ্য রপ্তানি বাজারও স্থিতিশীল রয়েছে, শাংহাই থেকে ইউরোপ, পশ্চিম আমেরিকা ও পূর্ব আমেরিকাগামী জাহাজ প্রায় পরিপূর্ণ।

 

গত পাঁচ মাসে চীনের বৈদেশিক পুঁজি বিনিয়োগের পরিমাণ গত বছরের তুলনায় ১৭.৩ শতাংশ বেড়েছে। ভবিষ্যতে চীনের বাজারে প্রবেশের মানদণ্ড আরো শিথিল করা হবে, যাতে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগে স্বাধীনতার সুযোগ দেওয়া যায়।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)