‘বৈশ্বিক উন্নয়ন প্রতিবেদন’ প্রকাশের সম্মেলনে ওয়াং ই
2022-06-20 17:16:46

জুন ২০: চীনর রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (সোমবার) বেইজিংয়ে ভিডিও সংযোগের মাধ্যমে ‘বৈশ্বিক উন্নয়ন প্রতিবেদন’ প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং বক্তৃতা দিয়েছেন।

ওয়াং ই জোর দিয়ে বলেন, উন্নয়ন মানবসমাজের চির অগ্রগতির চেতনা এবং সময়ের অগ্রগতির গুরুত্বপূর্ণ দিক। গোটা মানবজাতির মঙ্গলের উচ্চতায় দাঁড়িয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতিসংঘে একটি বৈশ্বিক উন্নয়নের প্রস্তাব করেছেন, একটি বৈশ্বিক উন্নয়নের অভিন্ন সমাজ গড়ে তোলা লক্ষ্যে, উন্নয়ন ও জনগণের অগ্রাধিকারের ধারণা মেনে চলা, ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করা এবং একটি শক্তিশালী, সবুজ ও স্বাস্থ্যকর বিশ্ব উন্নয়নের চেষ্টা করবে।

ওয়াং ই বলেন, ‘বৈশ্বিক উন্নয়ন প্রতিবেদন’ চীন ও বিশ্বের অন্যান্য দেশের সঞ্চিত অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং ২০৩০ এজেন্ডা বাস্তবায়নের জন্য ৮টি দিক থেকে নীতিগত সুপারিশ তুলে ধরেছে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে বৈশ্বিক উন্নয়নের উদ্যোগ বাস্তবায়ন করা, ২০৩০ এজেন্ডার অগ্রগতি জোরদার করা এবং যৌথভাবে একটি বৈশ্বিক উন্নত সমাজ গড়ে তুলতে চায়।

জিনিয়া/তৌহিদ