২৫তম সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম শেষ
2022-06-19 19:00:22

জুন ১৯: ২৫তম সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম গতকাল (শনিবার) রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে শেষ হয়েছে। এই ফোরামের আয়োজকরা ঘোষণা করেন যে, ফোরাম চলাকালীন মোট ৬৯১টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে; এর মোট মূল্য প্রায় ৫.৬ ট্রিলিয়ন রুবেল।

 

শনিবার রাশিয়ান স্যাটেলাইট নিউজ এজেন্সির এক প্রতিবেদন অনুসারে, সেন্ট পিটার্সবুর্গের মেয়র বলেন যে, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশের চাপ সত্ত্বেও, ফোরামটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে এবং ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধি এতে অংশগ্রহণ করেছেন।

রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ও সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের অর্গানাইজিং কমিটির দায়িত্বশীল সেক্রেটারি কোবিয়াকভ বলেন, এই ফোরামটি রাশিয়ার স্বয়ংসম্পূর্ণতা এবং অর্থনৈতিক সার্বভৌমত্বের পাশাপাশি বহিরাগত চাপ এবং বিভিন্ন ধরণের ব্ল্যাকমেল ভালোভাবে মোকাবিলার ক্ষমতা প্রদর্শন করেছে।

 

২৫তম সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম ১৫ জুন রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে উদ্বোধন করা হয় এবং চলে ১৮ জুন পর্যন্ত। ‘নতুন বিশ্ব ও নতুন সুযোগ’ থিমের আলোকে এই ফোরামটি রাশিয়ান কনভেনশন এবং প্রদর্শনী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়। সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম ১৯৯৭ সাল থেকে চলছে। এটি রাশিয়ার সবচে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বড় আকারের অর্থনৈতিক ফোরামে পরিণত হয়েছে।

লিলি/তৌহিদ/শুয়ে