জেসিসি বৈঠকে যোগ দিতে আজ ভারতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
2022-06-18 16:33:17

ঢাকা, জুন ১৮: বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠক যোগ দিতে আজ শনিবার ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামিকাল রোববার নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ দুপুরে ভারতের উদ্দেশে রওনা হচ্ছেন ড. মোমেন। দুই দিনের সফরের শুরুর দিন ড. মোমেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পরদিন অনুষ্ঠেয় জেসিসি বৈঠকে ঢাকার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও নয়াদিল্লির পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্ব দেবেন।

 

বৈঠকে উভয়পক্ষের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে বাণিজ্য, কানেকটিভিটি, পানি, জ্বালানি, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুসহ নতুন নতুন অনেক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার বিষয় উঠে আসার কথা উল্লেখ করেছে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলো। এদিকে ঢাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর চূড়ান্ত করাসহ হাজার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দেশটিতে গ্রেপ্তার পি কে হালদারকে বাংলাদেশে দ্রুত ফেরত আনতে নয়াদিল্লির সহযোগিতা চাওয়া হবে বলেও উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।

 

তানজিদ/শান্তা