বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি, সিলেট ভাসছে পানিতে
2022-06-18 16:34:11

ঢাকা, জুন ১৮:  টানা বৃষ্টি আর উজান থেকে আসা অব্যাহত পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে।  সিলেটের ৬০ শতাংশ এবং সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা এখন পানির নিচে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতির  আশঙ্কা রয়েছে। 

 

বন্যার এমন ভয়াবহ রূপ আগে দেখেনি এ অঞ্চলের মানুষজন। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেট বিভাগের বেশিরভাগ এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দুই জেলারই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।  নেটওয়ার্ক অকার্যকর হয়ে গেছে। বলা যায় সিলেট বিভাগ সারাদেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটসহ ৬ উপজেলার শতভাগ এলাকা এখন বন্যাকবলিত। পানিবন্দি লাখ লাখ মানুষ। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ। বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

এদিকে, বন্যা মোকাবিলায় সেনাবাহিনী ও নৌবাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতায় যুক্ত হচ্ছে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ও কোস্ট গার্ডের দুটি ক্রুজ। এরই মধ্যে নৌবাহিনীর ৩৫ সদস্যের একটি দল সিলেটে পৌঁছে কাজ শুরু করেছে। শনিবার দুপুরে জেলা প্রশাসন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

 

ভারতের উজানের ঢল অব্যাহত থাকায় দেশজুড়েই বন্যার ভয়াবহতা বাড়ছে। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, লালমনিরহাটের নিম্নাঞ্চলের মানুষ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে নিম্নাঞ্চল। এদিকে, শেরপুরে বন্যার পানিতে ডুবে মারা গেছে দু’জন। অন্যদিকে চট্টগ্রামে অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড় ধসে মারা গেছেন ৪ জন। 

 

ঐশী/শান্তা