ইইউ’র আরো বেশি গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করে চীন
2022-06-17 17:02:28


জুন ১৭: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপপ্রতিনিধি তাই পিং গতকাল (বৃহস্পতিবার) জানান, আন্তর্জাতিক ব্যাপারে ইইউ আরো বেশি ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করে চীন। পাশাপাশি, বহুপক্ষবাদের আলোকে বিভিন্ন দেশসমূহের একতা জোরদার ও অভিন্ন অগ্রগ্রতিতে ইইউ’কে আরো বেশি কাজ করার আহ্বান জানায় চীন।  


এদিন তাই পিং বলেন, বহুপক্ষবাদের ইতিবাচক প্রবক্তা হিসেবে ইইউ’র উচিত জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও সম্পর্কের মৌলিক নীতি মেনে চলা, বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতাকে সম্মান করা এবং অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। 


তাই পিং বলেন, মানব জাতি হচ্ছে একটি অবিচ্ছেদ্য নিরাপত্তা কমিউনিটি। বিভিন্ন দেশের নিরাপত্তা উদ্বেগ সমান গুরুত্বপূর্ণ এবং একে অপরের ওপর নির্ভরশীল। বিভিন্ন দেশের যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকে ইইউ গুরুত্ব ও সম্মান দেবে বলে চীন বিশ্বাস করে। 


তিনি বলেন, শান্তিপূর্ণভাবে বিতর্ক মোকাবিলা করা ও ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা ব্যব্যস্থা নির্মাণকে এগিয়ে নেয়ায় ইইউ’কে আরো বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানায় চীন। 


তিনি আরো বলেন, বিশ্বব্যাপী শস্য, জ্বালানি ও আর্থিক নিরাপত্তা ঝুঁকি বেড়েই চলছে। উন্নয়নশীল দেশসমূহ অসাধারণ সমস্যার মুখে পড়েছে। তাদেরকে ইইউ আরো বেশি সহায়তা দেবে বলে প্রত্যাশা করে চীন। 


তিনি বলেন, ইউক্রেন সংঘর্ষ দীর্ঘমেয়াদী ও সম্প্রসারিত হলে, আরো বেশি নিরাপত্তা ঝুঁকি ও সংকট তৈরি হবে। সংশ্লিষ্ট পক্ষসমূহকে আলোচনা চালাতে ইইউ মধ্যস্থতার ভূমিকা পালন করবে বলে চীন আশা করে। তাতে দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন হতে পারবে। 


তাই পিং বলেন, ইইউ’র সাথে সম্পর্ক উন্নয়নকে চীন বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইইউ’র আরো বেশি ভূমিকা প্রত্যাশা ও সমর্থন করে চীন। 

(আকাশ/এনাম/রুবি)