সিলেটের দুর্গম এলাকায় বন্যার্তদের উদ্ধারে নামছে সেনাবাহিনী
2022-06-17 18:44:46

ঢাকা, জুন ১৭: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের সদর উপজেলাসহ বিস্তৃর্ণ এলাকা। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। বাড়িঘর ডুবে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ। 

বন্যাকবলিত অনেক এলাকার বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে গেছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে সিলেট ও সুনামগঞ্জের পৌনে ২ লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। 

শুক্রবার সকাল থেকে সিলেটের প্রত্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনতে সেনাবাহিনীকে তলব করেছে জেলা প্রশাসন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  

পানিতে ডুবে আছে কোম্পানীগঞ্জ, লামাকাজী, বিশ্বনাথ, জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, ওসমানীনগরসহ সব ক’টি এলাকা। সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে -সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে।

সাজিদ/রহমান