‘এক অঞ্চল, এক পথ’ নির্মাণ হচ্ছে মানুষের ইচ্ছার প্রতিফলন
2022-06-16 19:29:50


জুন ১৬: চীনের কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ভৌগলিক অবস্থান অনেক বৈশিষ্ট্যময়। আসিয়ানের দশটি দেশের মুখে অবস্থিত কুয়াং সির ছয়টি আন্তর্জাতিক বন্দর রয়েছে। 


২০১৭ সালের ১৯ এপ্রিল সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং কুয়াং সির পেই হাই শহরের থিয়ে সান বন্দর পরিদর্শন করেন।


তখন তিনি বলেন, সামুদ্রিক রেশম পথ সুষ্ঠুভাবে নির্মাণ করতে চাইলে, বন্দর নির্মাণ ও বন্দরের অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেইবু উপসাগরে অবস্থিত বন্দরসমূহের সুষ্ঠুভাবে নির্মাণ ও পরিচালনা করতে হবে। 


চীন-আসিয়ান তথ্য বন্দর কোম্পানির প্রধান লু তং লিয়াং জানান, ২০১৭ সালের এপ্রিল মাসে সি চিন পিং চীন-আসিয়ান তথ্য বন্দরের নির্মাণ কাজের খুঁজখবর নিয়েছেন এবং পরিদর্শন করেছেন। ওই বছরের সেপ্টেম্বরে চীন-আসিয়ান বাণিজ্য খাতের ডিজিটাল প্ল্যাটফর্মের নির্মাণ শুরু হয়। তাতে এখন লেনদেনের পরিমাণ ১০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। 


তিন জানান, ‘আমরা  ডিজিটাল আন্তসংযোগ এগিয়ে নিয়ে ডিজিটাল রেশম পথ সৃষ্টির চেষ্টা করছি।”


কুয়াং সি এখন আরো ইতিবাচক উন্মুক্ত কৌশল চালু করেছে, তাতে সার্বিকভাবে উন্মুক্ত ও উন্নয়নের নতুন পরিস্থিতি ও শৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

 

(আকাশ/এনাম/রুবি)