বিশ্ব বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভূমিকা রাখছে চীন
2022-06-16 19:27:59


জুন ১৬: মে মাসে চীনের সিপিআই গত বছরের একই সময়ের চেয়ে ২.১ শতাংশ বেশি ছিল। জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মুখপাত্র মেং ওয়েই আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 


তিনি বলেন, প্রধান প্রধান আন্তর্জাতিক পণ্যের উচ্চ দাম অব্যাহত রয়েছে। বিশ্বের অন্য প্রধান অর্থনীতিসমূহ মুদ্রাস্ফীতির মুখে পড়েছে। এমন প্রেক্ষাপটেও চীনের অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বৈশ্বিক পণ্যের দামের স্থিতিশিলতা বজায় রাখার জন্য চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

 

তিনি বলেন, মে মাসে যুক্তরাষ্ট্র ও বৃটেনের সিপিআই গত বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৮.৬ শতাংশ ও ৯ শতাংশে পৌঁছেছে। তা গত ৪০ বছরে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চীনে পণ্যের দাম যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রধান প্রধান অর্থনীতির চেয়ে এখনো অনেক কম। তা বৈশ্বিক পণ্যের দামের স্থিতিশিলতা বজায় রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 


তিনি আরো জানান, এ বছরের দ্বিতীয়ার্ধে চীনের শস্য, ভোজ্য তেল, ডিম, দুধ, ফল, শাকসবজিসহ গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের উত্পাদন স্থিতিশীল এবং তাদের সরবরাহও যথেষ্ট রয়েছে। পাশাপাশি, এসব পরিবহনের সক্ষমতা অনেক বেড়েছে। ফলে চীনে দ্রব্যমূল্যের স্থিতিশিলতার মজবুত ভিত্তি রয়েছে।

তিনি জানান, দেশের অভ্যন্তরীণ সিপিআই যুক্তিসঙ্গত পর্যায়ে থাকবে। পাশাপাশি, আগামিতে পিপিআই আরো কমবে বলে অনুমান করা হচ্ছে। 

(আকাশ/এনাম/রুবি)