মেয়র নির্বাচনে কুমিল্লায় ভোটগ্রহণ সম্পন্ন
2022-06-15 19:23:27

ঢাকা, জুন ১৫: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কুমিল্লায় সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 

বুধবার সকাল ৮টায় মহানগর এলাকায় মোট ১০৫টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে ভোট নেয়া হয় বিকেল ৪টা পর্যন্ত।  

বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। এসময় 'নৌকা'র ব্যাজ পরা লোকদের কেন্দ্রের বাইরে জড়ো থাকতে দেখা যায়। এ ছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো উপস্থিতিও দেখা গেছে।

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৩০ হাজার। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার এবং পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী রয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইভিএমে ভোট নেয়া হয়। 


অভি/শান্তা