কুমিল্লা সিটি নির্বাচন: ইভিএম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে
2022-06-14 20:06:34

ঢাকা, জুন ১৪: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম। 


মঙ্গলবার কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হচ্ছে ইভিএম। ট্রাকে করে সকাল থেকে শুরু হয় এই বিতরণ কার্যক্রম।


কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী গণমাধ্যমকে বলেন, এবারের সিটি নির্বাচনে ২ লাখের বেশি ভোটার। ১০৫ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। ১০৫টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ৬৪০টি।


তিনি বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্কুলার অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যেকটি কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। জেলা প্রশাসক, পুলিশের কর্মকর্তারা সবাই সজাগ থাকবেন। এছাড়া বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। 


এবারের নির্বাচনে ৫ জন মেয়রপ্রার্থীর পাশাপাশি ২৭টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


অভি/শান্তা