প্রস্তাবিত বাজেটে পলিথিনের শুল্ক প্রত্যাহারে বাড়ছে উদ্বেগ
2022-06-14 20:09:45

ঢাকা, জুন ১৪: বাংলাদেশে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে সব ধরনের পলিথিন ব্যাগ, প্লাস্টিক ব্যাগ ও মোড়ক সামগ্রীর ওপর আরোপ করা ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর পলিথিন ব্যাগের দাম কমবে এবং পরিবেশ দূষণ আরো বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেচার কনজার্ভেশন অ্যালায়েন্স বিএনসিএ। 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনসিএ জানিয়েছে, বাংলাদেশ ২০০২ সালে আইন করে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছে। সেখানে পলিথিনের উপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব স্ববিরোধী। 

৩৩ টি পরিবেশবাদী সংগঠনের জোট বিএনসিএ বলছে, পলিথিন একটি অপচনশীল পণ্য হওয়ায় এটি পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। তাই পলিথিনের উপর সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে বিএনসিএ।


অভি/শান্তা