চীন সম্পর্কে ফিলিপিন্সের নয়া প্রেসিডেন্টের ইতিবাচক মন্তব্য সন্তোষজনক: বেইজিং
2022-06-14 10:06:23

জুন ১৪: চীন সম্পর্কে ফিলিপিন্সের নয়া প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সাম্প্রতিক ইতিবাচক মন্তব্য সন্তোষজনক; বেইজিং এর প্রশংসা করে। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, চীন ও ফিলিপিন্স পরস্পরের সুপ্রতিবেশী;  দু’দেশের মৈত্রীও সুদীর্ঘকালের। সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে। চীন এ ধারা অব্যাহত রাখতে ইচ্ছুক।

উল্লেখ্য, ফিলিপিন্সের নয়া প্রেসিডেন্ট সম্প্রতি চীনকে তাঁর দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, চীন-ফিলিপিন্স দ্বিপাক্ষিক সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দু’পক্ষের জন্যই কল্যাণকর।  (সুবর্ণা/আলিম/মুক্তা)