অর্থ পাচারকারীদের ছাড় দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি সানেম'র
2022-06-13 19:20:31

ঢাকা, জুন ১৩: বাংলাদেশের জাতীয় বাজেটে অর্থ পাচারকারীদের ছাড় দিয়ে টাকা ফেরত আনার যে সুযোগ দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানিয়েছে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং –সানেম। সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনয়ে বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। 

সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, “পাচার করা টাকা ফিরিয়ে আনার যে সুযোগ সেটা সরকারকে বাদ দেওয়া উচিত। এটা নিয়ে আপোস করার সুযোগ নেই। কেননা এটা নৈতিকতা বিরোধী।” টাকা পাচারের সঙ্গে একটি চক্র জড়িত এবং এই চক্রের সঙ্গে ব্যবসায়ী ও সামাজিক-রাজনৈতিক প্রভাবশালীরা জড়িত উল্লেখ করে তিনি বলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

সরকারের চিহ্নিত সমস্যাগুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে অসহায়ত্ব তৈরি করেছে বাজেট প্রস্তাবনায় তা উঠে আসেনি। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ভ্যাট-ট্যাক্সে ছাড় দেওয়াসহ নানা পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সরকার তা কাজে লাগায়নি বলেও অভিযোগ করেন তিনি। 

এ সময় বাজেটে আয়ের খাতকে ঢেলে সাজাতে রাজস্বখাতের সংস্কার জরুরি বলে মত দেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। তিনি বলেন, “রাজস্বখাতে যে সমস্যাগুলো আছে, যে সংস্কারগুলো নেওয়ার কথা তা করতে হবে খুব শক্তভাবে।‘ 

অনুন্নয়ন বাজেটে কাটছাটের অনেক সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার অগ্রাধীকার দেওয়ার ক্ষেত্রে সরকার বুঝতেই পারছে না যে স্বাস্থ্য-শিক্ষা ও সামাজিক নিরাপত্তাখাতগুলো কতো গুরুত্বপূর্ণ।‘

একই অনুষ্ঠানে সামেনের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা বলেন, “জিডিপি’র ১৫ শতাংশ বরাদ্দ স্বাস্থ্যখাতে হওয়ার কথা থাকলেও বর্তমান প্রস্তাবিত বাজেটে তা খুবই অপ্রতুল’। 

এ সময় চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও সংশোধিত বাজেটের আকার তুলে ধরে সানেম জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি যা ছিলো তাই আছে, বেড়েছে অনুন্নয়ন খাতের বরাদ্দ। তবে একইসঙ্গে গুরুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দকৃত অর্থ খরচের সক্ষমতা বাড়ানোরও কথাও তুলে তারা। 

সাজিদ/ হাশিম