‘বাংলাদেশে ১২ বছরে ফল উৎপাদন বেড়েছে ২২ শতাংশ’
2022-06-13 19:23:46

ঢাকা, জুন ১৩: বিশ্বে ফল উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড অর্জন করেছে বাংলাদেশ। জাতীয় ফল মেলা শুরু উপলক্ষ্যে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এ কথা বলেন। 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বরাত দিয়ে কৃষিমন্ত্রী বলেন, গত বছর দেশে ১ কোটি ২২ লাখ টন ফল উৎপাদন হয়েছে। ফল উৎপাদন বাড়ার ক্ষেত্রে এটি বিশ্বে সর্বোচ্চ রেকর্ড। তিনি বলেন, বাংলাদেশ ফল উৎপাদনে বিশ্বে সফলতার উদাহরণ হয়ে উঠেছে।  

বিগত ১২ বছরে বাংলাদেশে ফলের উৎপাদনের প্রবৃদ্ধি ২২ শতাংশ জানিয়ে তিনি বলেন, বিশ্বে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়, আমে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম আর পেঁপেতে ১৪তম বলেও জানান তিনি।

ঐশী/সাজিদ