বাংলাদেশের ক্ষতিগ্রস্ত ডিপো পরিদর্শনে স্বাস্থ্য বিশেষজ্ঞ দল
2022-06-10 20:17:35

ঢাকা, জুন ১০: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিভাগ চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিপোতে রাসায়নিক বিস্ফোরণে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ দল। শুক্রবার সকালে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলামের নেতৃত্বে দলটি অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করেন। 

এ সময় স্থানীয় বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডা. নাজমুল ইসলাম স্থানীয় গনমাধ্যমগুলোকে জানান, বিএম ডিপোতে রাসায়নিক বিস্ফোরণ হয়েছে।

রোগ নিয়ন্ত্রণ শাখায় তেজস্ক্রিয়তা ও রাসায়নিক বিষয়ক নানা ক্ষতির বিষয়ে কাজ করা হয় জানিয়ে তিনি বলেন, রাসায়নিক বিস্ফোরণে কোন ধরণের স্বাস্থ্য ঝুঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য ঝুঁকিতে পড়া রোগীরা কীভাবে চিকিৎসা নিচ্ছে তাও পরিদর্শন করা হবে। পরবর্তীতে এ ধরনের ঘটনায় স্বাস্থ্য ঝুঁকি কমানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সাজিদ/রহমান