তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির দৃঢ় বিরোধিতা করেছে চীন
2022-06-10 11:09:48

জুন ১০: গতকাল (বৃহস্পতিবার) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্যফেই তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্র চীনের অভ্যন্তরীণ ব্যাপারে বর্বরোচিতভাবে হস্তক্ষেপ করেছে; যা গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন এবং তাইওয়ান প্রণালীর দু’তীরের শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করেছে। চীন এর তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা করে।

জানা গেছে, গত মঙ্গলবার মার্কিন সরকার তাইওয়ানের কাছে ১২ কোটি মার্কিন ডলারের যুদ্ধজাহাজের খুচরা যন্ত্রাংশ এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সমর্থন দেওয়ার বিষয়ে নতুন একটি অস্ত্র বিক্রির পরিকল্পনার অনুমোদন দিয়েছে।

মুখপাত্র বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। চীন নিশ্চয়ই একতাবদ্ধ থাকবে। চীন-মার্কিন দু’দেশ ও দু’দেশের বাহিনীর সম্পর্কের ক্ষতি এড়ানোর জন্য চীন যুক্তরাষ্ট্রকে ওই  পরিকল্পনা বাতিল করা, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করা এবং তাইওয়ানের সঙ্গে সামরিক যোগাযোগ বন্ধ করার দাবি জানায়। পাশাপাশি, ‘স্বাধীন তাইওয়ানের’ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত দেওয়া বন্ধ করার তাগিদ দেয়।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)