পশ্চিমাদের সাইবার হামলা উপেক্ষা করবে না রাশিয়া
2022-06-10 11:08:54

জুন ১০: পশ্চিমাদের সাইবার হামলা উপেক্ষা করবে না রাশিয়া। গতকাল (বৃহস্পতিবার) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক তথ্য নিরাপত্তা বিভাগের প্রধান এ কথা বলেছেন।

এ দিন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত খবর অনুযায়ী, সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়ার জাতীয় সংস্থা, অবকাঠামো, রুশ নাগরিক এবং রাশিয়ায় বিদেশিদের ব্যক্তিগত তথ্য নেটওয়ার্কে সাইবার হামলা হচ্ছে। মার্কিন ও ইউক্রেনের কর্মকর্তাদের দায়িত্ব পালন করা উচিত। রাশিয়া দেশটির আইন ও আন্তর্জাতিক আইন অনুযায়ী পাল্টা-ব্যবস্থা নেবে।

 

তিনি জানান, গত মে মাস পর্যন্ত যুক্তরাষ্ট্র, তুরস্ক, জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়ন থেকে ৬৫ হাজারেরও বেশি হ্যাকার সংস্থা নিয়মিত রাশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। মোট ২২টি ‘হ্যাকার সংস্থা’ মস্কোর বিরুদ্ধে সাইবার হামলা চালায় বলে জানান তিনি।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)