সিচুয়ানে সি চিন পিং যে-গ্রামে গিয়েছিলেন তার বিশেষত্ব কী?
2022-06-09 17:17:25

জুন ৯: গত ৮ই জুন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের মেইশান এলাকা সফর করেন। সেখানে তিনি একটি বিশেষ গ্রামের দিকে মনোনিবেশ করেন, যেটির নাম ইয়ংফেং। গ্রামটিতে উচ্চমানের আধুনিক কৃষিজমি রয়েছে।

ইয়ংফেং গ্রামে ৫১৭৬ জন বাসিন্দা রয়েছেন। গ্রামে আবাদযোগ্য জমি রয়েছে ৪২০ হেক্টরের বেশি। এর মধ্যে ২০০ হেক্টরেরও বেশি উচ্চ মানসম্পন্ন কৃষিজমি এবং ১০০ হেক্টর সংলগ্ন জমি রয়েছে। এটি একটি উচ্চ-মানের কৃষিজমি প্রদর্শনের মডেল। এখানে কৃষিকাজে শতভাগ যন্ত্রের ব্যবহার হয়।

ইয়ংফেং গ্রামে সি চিন পিং উচ্চ-মানের কৃষিজমি গড়ে তোলা এবং খাদ্যশস্যের উত্পাদন বাড়ানোর স্থানীয় পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে সবুজ ধানের ক্ষেতে যান।  (ইয়াং/আলিম/ছাই)