পদ্মা সেতুতে ১৩ রুটের বাসভাড়া নির্ধারণ
2022-06-09 17:13:09

ঢাকা, জুন ০৯: উদ্বোধনের অপেক্ষায় থাকা বাংলাদেশের সবচেয়ে বড় ‘পদ্মা সেতু’ দিয়ে ১৩ রুটের বাসের ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল রুটে চলাচলকারী বাসে একজন যাত্রীর ভাড়া হবে ৪১২ টাকা। ঢাকা-রাজৈর-গোপালগঞ্জ রুটের বাসে চলাচলকারী ভাড়া দাঁড়াবে ৫০৪ টাকা। একইভাবে ঢাকা-গোপালগঞ্জ-খুলনা রুটের বাসে যাত্রীপ্রতি ভাড়া ৬৪৯ টাকা। এছাড়াও অন্যান্য রুটেও বাস ভাড়া নির্ধারণ করে দেয় বিআরটিএ।

বিআরটিএর পরিচালক  শীতাংশু শেখর বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে বাসগুলোর ঢাকার স্টেশন ধরা হয়েছে সায়েদাবাদ। অর্থাৎ এখান থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ক্ষেত্রে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অভি/ সাজিদ