আমেরিকা মহাদেশের নবম শীর্ষসম্মেলনে অনুপস্থিত অনেক দেশের নেতৃবৃন্দ
2022-06-09 17:43:24

জুন ৯: আমেরিকা মহাদেশের নবম শীর্ষসম্মেলন গতকাল (বুধবার) যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে আয়োজিত হয়। তবে, মার্কিন কূটনীতির বিরোধিতা করে বেশ কয়েকটি দেশের নেতৃবৃন্দ এতে অংশ নেননি।

তিন দিনব্যাপী শীর্ষসম্মেলনে মূলত অবৈধ অভিবাসী দমন, অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ও কোভিড মহামারী নিয়ে আলোচনা করা হয়।

এর আগে গণতন্ত্রের অজুহাতে শীর্ষসম্মেলনে কিউবা, নিকারাগুয়া ও ভেনিজুয়েলার নেতাদের আমন্ত্রণ জানাতে অস্বীকার করে মার্কিন সরকার। এতে ল্যাটিন আমেরিকার অনেক দেশ ক্ষুব্ধ হয়। মেক্সিকোর প্রেসিডেন্ট এ নীতির বিরোধিতা করেন। গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ না-করে, নিম্ন পর্যায়ের প্রতিনিধিদল পাঠান।

হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা ব্রেট ব্রুয়েন বলেছেন, আটটি দেশের নেতৃবৃন্দ এবারের শীর্ষসম্মেলনে অংশ নেননি। এতে বোঝা যায়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতোটা খারাপ। (ছাই/আলিম/ওয়াং হাইমান )