রাশিয়া ও ইউক্রেনের নেতাদের বৈঠকের ভিত্তি হল উভয় দেশের আলোচনার কাজ পুনরায় শুরু করা: রুশ পররাষ্ট্রমন্ত্রী
2022-06-09 11:28:54

জুন ৯: গতকাল (বুধবার) রুশ মিডিয়া জানায়, এদিন রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরোভ রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদ্বয়ের বৈঠকের সম্ভাবনা নিয়ে বলেন, প্রথমে দু’দেশের আলোচনাদলের কাজ পুনরুদ্ধার করতে হবে।

এদিন লাভরোভ তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে বৈঠক করেন। পরে লাভরোভ মিডিয়াকে বলেন, রাশিয়া মনে করে, প্রথমে উভয় পক্ষের আলোচনা দলের কাজ আবারও শুরু করতে হবে। এ বিষয়ে বাছাই করারর অধিকার ইউক্রেনের রয়েছে। এপ্রিল মাসের মাঝামাঝি সময় রাশিয়া ইউক্রেনীয় পক্ষের কাছে একটি খসড়া প্রস্তাব জমা দেওয়ার পর ইউক্রেন কোনও প্রতিক্রিয়া জানায়নি।

 

লাভরোভ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলেছেন যে, রুশ বাহিনী যদি সংঘর্ষের আগে সীমান্ত থেকে সরে যায়, তাহলে আলোচনা শুরু হতে পারে। তবে রাশিয়া মনে করে, এটি নিছক ছেলেমানুষি মনোভাব এবং ২৯ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের প্রতিনিধিদলের প্রস্তাবের সম্পূর্ণ লঙ্ঘন।

 

২৯ মার্চ রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা ইস্তাম্বুলে মুখোমুখি আলোচনায় বসেন। ইউক্রেনের আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তিতে নিরপেক্ষতা প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে এবং আশা করে যে, তুরস্ক ও অন্যান্য দেশ বিষয়টি নিশ্চিত করবে।

লিলি/তৌহিদ/শুয়ে