চীন ও জর্জিয়ার প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা বিনিময়
2022-06-09 17:23:23


জুন ৯: আজ (বৃহস্পতিবার), চীন ও জর্জিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীতে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও জর্জিয়ার প্রেসিডেন্ট জুরাবিশভিলি পরস্পরকে অভিনন্দন জানিয়ে বার্তা বিনিময় করেন।

প্রেসিডেন্ট সি তাঁর বার্তায় বলেন, চীন ও জর্জিয়া হচ্ছে পরস্পরের বন্ধু, সহযোগী, ও অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৩০ বছরে দু’পক্ষ অবিচ্ছিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা উন্নত করেছে, আন্তর্জাতিক বিষয়ে কার্যকরভাবে যোগাযোগ ও সমন্বয় জোরদার করেছে, এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে সফল হয়েছে। কোভিড মহামারীর প্রাদুর্ভাবের পর, দুই দেশের জনগণ আন্তরিকভাবে একে অপরকে সাহায্য করেছে, একসাথে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, এবং মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সংহতির গল্প লিখেছে।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, তিনি চীন-জর্জিয়া সম্পর্কের উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেন এবং সেদেশের প্রেসিডেন্টের সঙ্গে এ ব্যাপারে কাজ করে যেতে ইচ্ছুক। (ওয়াং হাইমান/আলিম/ছাই)