আইএইএ’র দু’টো নজরদারি ক্যামেরা সরঞ্জাম বন্ধ করেছে ইরান
2022-06-09 11:35:58

জুন ৯: গতকাল (বুধবার) ইরানের আণবিক শক্তি সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সেদিন থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র দেশটির পরমাণু স্থাপনায় স্থাপন করা দুটি নজরদারি ক্যামেরা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইএইএ’র ‘অবৈধ কার্যকলাপের’ বিরুদ্ধে কার্যকর করা হয়। এ পর্যন্ত ইরান আইএইএ’র সঙ্গে ব্যাপক সহযোগিতা চালিয়েছে। কিন্তু সংস্থাটি ইরানের সহযোগিতার প্রশংসা করে নি, বরং মনে করে এসব পালন করতে ইরান বাধ্য।

বিবৃতিতে আরও বলা হয়, দেশটির পরমাণু সরঞ্জামে আইএইএ’র ৮০ শতাংশ ক্যামেরা সরঞ্জাম আগের মতো থাকবে।

গত সোমবার আইএইএ’র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি বলেন, ইরান এখনও তিনটি অঘোষিত জায়গার ইউরেনিয়াম ‘প্রযুক্তিগত বিশ্বাসযোগ্য ব্যাখ্যা’ দেয় নি। সংস্থাটি ইরানের সার্বিকভাবে তার পরমাণু রক্ষা কর্তব্য পালন নিশ্চিত করতে পারে নি।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)