মধ্য আফ্রিকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধির আহ্বান
2022-06-09 11:30:34

জুন ৯: জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই বিং গতকাল (বুধবার) মধ্য আফ্রিকা ইস্যুতে নিরাপত্তা পরিষদের উন্মুক্ত সভায় এক বক্তৃতা দেন। তিনি বক্তৃতায় ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

তাই বিং বলেন, মধ্য আফ্রিকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা আফ্রিকা মহাদেশের সার্বিক নিরাপত্তার জন্য সহায়ক। আন্তর্জাতিক সমাজ এবং মধ্য আফ্রিকান অঞ্চলে জাতিসংঘ কার্যালয়ের উচিত- এই অঞ্চলের দেশগুলোকে তাদের বাস্তব অবস্থা অনুযায়ী জাতীয় শাসন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের নিজস্ব সমস্যা সমাধানে সমর্থন করা এবং তাদের নিজস্ব জাতীয় অবস্থার সঙ্গে মানানসই একটি উন্নয়নের পথ গ্রহণ করা।

চীন সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে। এ অঞ্চলের সংশ্লিষ্ট দেশগুলোর উচিত কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে মতভেদ নিরসন করা এবং ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখা।

 

তাই বিং বলেন, আঞ্চলিক সংস্থাগুলোর ভূমিকা পালন করা উচিত। এই অঞ্চলে অবৈধ সশস্ত্র গোষ্ঠী, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থি কার্যকলাপ চলছে, জাতিগত দ্বন্দ্ব এবং কৃষক ও পশুপালকদের সংঘাত অব্যাহত রয়েছে এবং পূর্ব কঙ্গো পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এসব সমস্যা মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোকে পারস্পরিক আস্থা, সংহতি ও সহযোগিতা বাড়ানো উচিত্ বলে তিনি উল্লেখ করেন।

লিলি/তৌহিদ/শুয়ে