কোরীয় উপদ্বীপে উত্তেজনা হ্রাসে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে চীনের তাগিদ
2022-06-09 16:28:17

জুন ৮: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চিউন গত ৮ই জুন কোরীয় উপদ্বীপের পারমাণবিক ইস্যুতে আয়োজিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেন, যুক্তরাষ্ট্রকে কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমানোর জন্য দায়িত্বশীল মনোভাবের পরিচয় দিতে হবে এবং অর্থপূর্ণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, যা চীন দেখতে চায় না। কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি মূলত যুক্তরাষ্ট্রের বারবার নীতি পরিবর্তন, পূর্ববর্তী সংলাপের ফলাফল ধরে রাখতে দেশটি ব্যর্থতা, ও উত্তর কোরিয়ার বৈধ উদ্বেগকে উপেক্ষা করার ফল। এখন পরবর্তী পরিস্থিতি কোন দিকে যাবে, তা অনেকাংশে নির্ভর করে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ওপর।

চীনা প্রতিনিধি বলেন, বর্তমান পরিস্থিতিতে সকল পক্ষকে শান্ত থাকতে হবে, সংযম বজায় রাখতে হবে; উত্তেজনা বাড়াতে পারে—এমন কোনো আচরণ করা যাবে না।

তিনি আরও বলেন, কোরীয় উপদ্বীপ সমস্যা সমাধান করতে হলে সবাইকে অবশ্যই রাজনৈতিক মীমাংসা, সংলাপ ও পরামর্শের সাধারণ নিয়ম মেনে চলতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেক কিছু করতে পারে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করা এবং এতদঞ্চলে যৌথ সামরিক মহড়া বন্ধ করা তেমন দুটি কাজ।  (ইয়াং/আলিম/ছাই)