চীনের ‘স্কাই আই’-এ ধরা পড়ল ৩০০ কোটি আলোকবর্ষ দূর থেকে আসা ‘এফআরবি’
2022-06-09 17:14:17


জুন ৯: সম্প্রতি চায়নিজ একাডেমি অফ সায়েন্সেসের জাতীয় অবজারভেটরির গবেষক লি ডি-এর নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল, চীনের ‘স্কাই আই’-এর মাধ্যমে, ৩০০ কোটি আলোকবর্ষ দূর থেকে আসা দ্রুত রেডিও বিস্ফোরণ (এফআরবি) চিহ্নিত করে। ২০০৭ সালে প্রথমবারের মতো এফআরবি-র অস্তিত্ব নিশ্চিত করা হয়।

চীনের ফাইভ-হান্ড্রেড-মিটার অ্যাপারচার স্ফিরিক্যাল রেডিও টেলিস্কোপ (এফএএসটি), যা ‘স্কাই আই’ নামে পরিচিত, এ পর্যন্ত অন্তত ৬টি নতুন এফআরবি আবিষ্কার করেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)