‘সঠিক পথে ডব্লিউটিও-র সংস্কারকে চীন সমর্থন করে’
2022-06-09 19:15:41

জুন ৮: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র শু ইয়ু থিং বলেন, সঠিক পথে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র সংস্কার বেইজিং সমর্থন করে।

তিনি বলেন, বর্তমানে সদস্যদেশগুলো কোভিডের ভ্যাকসিনের পেটেন্ট-অধিকার ত্যাগ, মহামারী প্রতিরোধ, মত্স্য খাতে ভর্তুকি, কৃষি ও খাদ্য নিরাপত্তা-র মতো বিষয়গুলো নিয়ে নিবিড় আলোচনা করছে। আশা করা যায়, ডব্লিউটিও-র আসন্ন মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সংস্থার ভবিষ্যতের কার্যক্রম অগ্রাধিকার পাবে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র ওই সম্মেলন ১২ থেকে ১৫ জুন পর্যন্ত সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত হবে।

মুখপাত্র বলেন, চীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে সমর্থন করে যাবে; উন্নয়নশীল সদস্যদের বৈধ অধিকার ও স্বার্থকে সমর্থন ও রক্ষা করে যাবে; এবং বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও মহামারী-উত্তর অর্থনৈতিক পুনরুদ্ধারে বিশ্ব বাণিজ্য সংস্থাকে বৃহত্তর ভূমিকা পালন করার ক্ষেত্রে সমর্থন করে যাবে।  (ইয়াং/আলিম/ছাই)