চলতি বছর বৈশ্বিক অর্থনীতিতে ২.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে: বিশ্বব্যাংকের সংশোধিত পূর্বাভাস
2022-06-08 17:22:21

জুন ৭: চলতি বছর বৈশ্বিক অর্থনীতিতে ২.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে সংশোধিত পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।  গতকাল (মঙ্গলবার) সংস্থাটি "বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস” প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের দ্বন্দ্ব বিশ্ব অর্থনীতিতে কোভিড মহামারীর চলমান নেতিবাচক প্রভাবকে তীব্রতর করছে। এ অবস্থায় বৈশ্বিক অর্থনীতিতে স্থবিরতার ঝুঁকিও রয়েছে। গত এপ্রিলে বিশ্বব্যাংক চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। আর বছরের শুরুতে পূর্বাভাস ছিল ৪.১ শতাংশের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ২০২২ সালের মাঝামাঝি সময়ে শীর্ষে উঠবে বলে ধারণা করা হচ্ছে। (ইয়াং/আলিম/ছাই)