রাশিয়া-ইউক্রেন সংঘর্ষকে ‘বিশাল ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
2022-06-08 11:42:14

জুন ৮:সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল গতকাল (মঙ্গলবার)বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত একটি ‘বিশাল ট্র্যাজেডি’ এবং এই সংঘাত এড়ানোর মতো নিরাপত্তার কাঠামো প্রতিষ্ঠিত হয়নি।

এদিন রাতে বার্লিন অপেরা থিয়েটারে ইভেন্টে অংশ নেওয়ার সময় তিনি জার্মানির দার স্পিগেল পত্রিকায় সাংবাদিককে এক সাক্ষাত্কার দেন। গত ডিসেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে চ্যান্সেলর পদ থেকে সরে দাঁড়ানোর পর জনসাধারণের সামনে উপস্থিত হলেন। ১৬ বছরের দীর্ঘ চ্যান্সেলর জীবনের ইতি টেনে সাংবাদিকদের দেওয়া প্রথম সাক্ষাত্কার এটি। 

মার্কেল বলেন, তিনি তার মেয়াদে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা কমানোর জন্য অনেক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিলেন এবং এজন্য তিনি ক্ষমা চাইবেন না। তিনি বলেন, ‘কূটনৈতিক উপায় কাজ করেনি- তার মানে কূটনৈতিক প্রচেষ্টা ভুল হয়েছে, তা নয়।’

সম্প্রতি, মার্কেল তার মেয়াদে নর্ড স্ট্রিম-২ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পের জন্য কিছু লোকের সমালোচনা কুড়িয়েছেন। সমালোচকরা মনে করেন, এই প্রকল্পের ফলে জার্মানি রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়েছে।

লিলি/তৌহিদ/শুয়ে