৮৬ ঘণ্টা পর নিভল সীতাকুণ্ডের আগুন
2022-06-08 20:38:39

ঢাকা, জুন ৮: টানা ৮৬ ঘণ্টা পর বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এই অগ্নিকাণ্ডে অন্তত ৪০০ কনটেইনার ধ্বংস হয়েছে বলেও জানানো হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল মো আরিফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে আর কোনও আগুন নেই। আগুন আর জ্বলছে না। শুধু ধোঁয়া বের হচ্ছে। কনটেইনারে যে তৈরি পোশাক পণ্য আছে সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘পুরো ডিপো ঘুরে দেখা হয়েছে। আর কোনও মরাদেহ পাওয়া যায়নি। একটি শেড এবং অনেক কন্টেইনার পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। ক্রেনের মাধ্যমে সেগুলো সরানোর কাজ চলছে। এর নিচে আর কোথাও কিছু আছে কিনা তা এখনই বলা সম্ভব নয়।’

শনিবার রাতে আগুন লাগে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরে অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে। সরকারি হিসাবে এ ঘটনায় ৪১ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে একটা বড় সংখ্যা দমকল বাহিনীর কর্মী।

মিম/রহমান