তুরস্ক সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী
2022-06-08 16:40:46


জুন ৮: রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ আজ (বুধবার) তুরস্ক সফরে যাচ্ছেন। তিনি সেখানে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ-ইউক্রেন শান্তি-আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে কথা বলবেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের বর্তমান পরিস্থিতি ও রাশিয়া-তুরস্ক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার পাশাপাশি, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন। এ ছাড়া, ইউক্রেনে রুশ সশস্ত্রবাহিনীর বিশেষ অভিযানের সর্বশেষ পরিস্থিতিও ব্যাখ্যা করবেন লাভরভ।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে, রাশিয়া ও তুরস্কের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ান একাধিক বার ফোনে আলাপ করেছেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)