জাপানি জেলেদের দক্ষিণ কুরিলসে মাছ ধরা অস্থায়ীভাবে বন্ধ
2022-06-08 10:31:01

জুন ৮: গতকাল (মঙ্গলবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের সঙ্গে ‘সামুদ্রিক জীবন্ত সম্পদ মত্স-শিকার’ খাতের সহযোগিতা চুক্তি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। জাপানি জেলেরা রাশিয়ার দক্ষিণ কুরিলসের (জাপানের উত্তর দ্বীপপুঞ্জ) আশপাশে সমুদ্রে মাছ ধরতে পারবে না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দেশটি ১৯৯৮ সালে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দু’দেশের ভারসাম্যপূর্ণ স্বার্থের ভিত্তিতে জাপানি জেলেদের নির্দিষ্ট কোটা অনুযায়ী মাছ ধরার অনুমোদন দেয়।

তিনি আরো বলেন, চুক্তির অধীনে জাপানের প্রদেয় পরিমাণ স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে রাশিয়ার ‘সাখালিন ওব্লাস্টের’ জন্য প্রযুক্তিগত সাহায্য দেওয়ার দলিল স্বাক্ষরের সময় পিছিয়ে দিয়েছে। কিন্তু দলিলটি রাশিয়া-জাপান আন্তঃসরকার চুক্তির অংশ। জাপানের কর্তব্যগুলো সম্পন্ন হবার আগে রাশিয়া চুক্তিটি সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)