মার্কিন কর্মকর্তারা সিনচিয়াং-এ ‘জোরপূর্বক শ্রম’-এর মিথ্যা প্রচার করছেন: চীনা মুখপাত্র
2022-06-08 20:27:58

জুন ৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, সিনচিয়াং হলো বিশ্বে পলিসিলিকনের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্পাদনভিত্তি, যা ফটোভোলটাইক শিল্পের মৌলিক উপাদান। সিনচিয়াংয়ের শিল্পের প্রতিযোগিতামূলক সুবিধা দমন করার এবং রাজনৈতিক কারসাজির মাধ্যমে ফটোভোলটাইক শিল্পকে চীনের বাইরে স্থানান্তর করার ছলনাময় উদ্দেশ্য অর্জনের জন্যই মার্কিন কর্মকর্তারা সিনচিয়াং-এ তথাকথিত ‘জোরপূর্বক শ্রমের’ মিথ্যা প্রচারণায় লিপ্ত আছেন। 

চাও লি চিয়ান আরও বলেন, "চীনের সিনচিয়াং-এ তথাকথিত 'জোরপূর্বক শ্রম' শতাব্দির মিথ্যা। চীনকে বৈশ্বিক সরবরাহ চেইন থেকে বাদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এ মিথ্যা প্রচার করছে।"

উল্লেখ্য, মার্কিন বাণিজ্য-প্রতিনিধি সম্প্রতি বলেছেন, সৌর প্যানেল উত্পাদনের ৮৫ শতাংশ চীনের ওপর নির্ভর করে এবং এসম্পর্কিত শিল্প চেইন সমগ্র সিনচিয়াংয়ে অবস্থিত। আর সেখানে ‘জোরপূর্বক শ্রম’  আদায়ের গুরুতর সমস্যা রয়েছে।  

(ইয়াং/আলিম/ছাই)