৫০ বেসিস পয়েন্ট হার বৃদ্ধির ঘোষণা করেছে আরবিআই
2022-06-08 19:24:58

জুন ৮: ভারতের কেন্দ্রীয় ব্যাংক আজ (বুধবার) বেঞ্চমার্ক সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে। এর ফলে বর্তমানে সুদের হার দাঁড়িয়েছে ৪.৯ শতাংশে। এর আগে মে মাসে সুদের হার বেড়েছিল ৪০ বেসিস পয়েন্ট।

বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের এ সিদ্ধান্ত বাজারের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ। ভারতের মুদ্রাস্ফীতি টানা ৪ মাস ধরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ৬ শতাংশের বেশি। গত এপ্রিলে ভারতের ভোক্তা মূল্য সূচক বেড়ে দাঁড়ায় ৭.৭৯ শতাংশে, যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ।

এদিকে, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের  (এপ্রিল ২০২২–মার্চ ২০২৩) জন্য ৭.২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বজায় রেখেছে। তবে, বার্ষিক গড় মুদ্রাস্ফীতির পূর্বাভাস পূর্বের ৫.৮ শতাংশ থেকে ৬.৭ শতাংশে বাড়ানো হয়েছে। (ছাই/আলিম)