ইউক্রেন পরিস্থিতি নিয়ে রুশ ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রীদ্বয়ের ফোনালাপ
2022-06-08 15:53:46


জুন ৮: রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু এবং তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর গতকাল (মঙ্গলবার) ইউক্রেন পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তুর্কি পক্ষের অনুরোধে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফোনালাপে অংশ নেন। আলোচনায় ইউক্রেন পরিস্থিতির পাশাপাশি অন্যান্য ইস্যুও স্থান পায়।

এদিকে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছে, বিশ্বব্যাপী খাদ্যসংকট রোধে ইউক্রেনের বন্দরগুলোকে অবরোধমুক্ত করার যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে। তৃতীয় দেশের নৌবাহিনীকে কৃষ্ণ সাগরে টহল দেওয়ার অনুমতি দেওয়া উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেন এখনও ইউক্রেনীয় বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার বিষয়ে তুরস্ক ও রাশিয়ার সাথে কোনো চুক্তিতে পৌঁছায়নি। ইউক্রেনের স্বার্থবিরোধী কোনো চুক্তি কিয়েভ মানবে না। (ওয়াং হাইমান/আলিম/ছাই)