যুক্তরাষ্ট্র একটি সত্যিকারের হ্যাকার-রাষ্ট্র: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-06-07 19:12:07

জুন ৭: আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র একটি সত্যিকারের হ্যাকার-রাষ্ট্র। ‘উইকিলিকস’-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবেন মর্মে প্রকাশিত সাম্প্রতিক এক খবরের প্রতিক্রিয়ায় চীনা মুখপাত্র উক্ত মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ইন্টারনেটের অপব্যবহার করে আসছে দীর্ঘকাল ধরেই। ডিজিটাল নজরদারির মাধ্যমে দেশটি নিজের নাগরিকদের স্বাধীনতাও হরণ করে চলেছে।

চাও লিচিয়ান বলেন, গেল বছর এফবিআই ওয়ারেন্ট ছাড়াই আমেরিকানদের ইলেকট্রনিক ডেটা অনুসন্ধান করেছে  ৩৪ লক্ষাধিক বার। এটা খোদ মার্কিন সরকারি সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত বছর ডেনিশ গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে, মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরো জার্মানি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডসসহ বিভিন্ন ইউরোপীয় দেশের রাজনীতিবিদদের পাঠানো বার্তা ও কল রেকর্ড করেছে। যুক্তরাষ্ট্র তার প্রায় ১০০টি দূতাবাসে গোপনে পর্যবেক্ষণ সরঞ্জাম স্থাপন করেছে বলেও অভিযোগ আছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)