সমুদ্র মন্ত্রণালয় গঠনের দাবি এমজেএনের
2022-06-07 18:58:36

ঢাকা, জুন ৭:  বাংলাদেশে পৃথক সমুদ্রবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে সমুদ্র ও পরিবেশ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘মেরিন জার্নালিস্ট নেটওয়ার্ক (এমজেএন)’। ‘যৌথ কর্মে সমুদ্র পাবে পুনরুজ্জীবন’ শীর্ষক প্রতিপাদ্যে আগামিকাল বুধবার সারাবিশ্বে অনুষ্ঠেয় বিশ্ব সমুদ্র দিবস-২০২২ উপলক্ষে এমজেএনের সভাপতি গোলাম মাওলা ও সেক্রেটারি সাজিদ রাজু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সমুদ্র মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও মানুষ সাগর-মহাসাগর সম্পর্কে কম সচেতন বলে উল্লেখ করা হয় এমজেএনের ওই বিজ্ঞপ্তিতে। বঙ্গোপসাগরসহ যত সাগর ও মহাসাগরগুলোকে পৃথিবীর ফুসফুস উল্লেখ করে প্রাণীজগতের বেঁচে থাকার জন্য এই সাগর ও মহাসাগরগুলো অপরিহার্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সমুদ্র মানুষকে বাঁচিয়ে রাখে উল্লেখ করে এমজেএনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমুদ্রকে জানা, সমুদ্র ও সমুদ্রের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলোকে কাজে লাগানো এবং সমুদ্রকে দূষণ থেকে মুক্ত রাখতে বাংলাদেশে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ও পালনের প্রয়োজনীয়তা রয়েছে। এসব দিক বিবেচনায় যথাযথভাবে দেশে ‘বিশ্ব সমুদ্র দিবস’ উদযাপনের গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

তানজিদ/শান্তা