ভারত সফলভাবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৪’ পরীক্ষা করেছে
2022-06-07 10:37:32

জুন ৬:ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে জানায়, ভারত এদিন মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৪’ এর সফল পরীক্ষা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব ওড়িশা রাজ্যের ড. আব্দুল কালাম দ্বীপ থেকে নিক্ষেপ করা হয়। পরীক্ষামূলক নিক্ষেপে সব অপারেশনাল প্যারামিটার ও সিস্টেমের অবস্থা যাচাই করা হয়েছে। এই সফল পরীক্ষা ভারতের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করেছে। লিলি/তৌহিদ/শুয়ে