মিসর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বাগদাদ সফর
2022-06-07 19:09:55


জুন ৭: মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ হাসান শুক্রি এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান এইচ সাফাদি গতকাল (সোমবার) ইরাকের রাজধানী বাগদাদ সফর করেন।

ইরাকি প্রেসিডেন্টের কার্যালয় এদিন এক বিবৃতিতে বলেছে, রাজনীতি, অর্থনীতি, ও নিরাপত্তা ক্ষেত্রে মিসর ও জর্ডানের সাথে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বাগদাদ। এই তিন দেশের সহযোগিতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে দেবে এবং অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে।

একই দিনে ইরাকের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মিসর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের সাথে ইরাকি প্রধানমন্ত্রীর বৈঠকে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিন পক্ষ এসময় সন্ত্রাসবাদ দমন, প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছে এবং এ বিষয়ে সমন্বয় ও তথ্য বিনিময় অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই )