দামেস্কের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ক্ষেপণাস্ত্র-হামলা: সিরিয়ার অভিযোগ
2022-06-07 16:56:32

জুন ৭: ইসরাইল গতকাল (সোমবার) রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র-হামলা চালিয়েছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ইসরাইল তার দখলকৃত গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্র-হামলা চালায়। সিরিয়ার বিমান-প্রতিরক্ষাব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে সফলভাবে বাধা দিতে সক্ষম হয়। তবে, একটি ক্ষেপণাস্ত্র এতদঞ্চলে এসে আঘাত হানে। এতে কিছু স্থাপনার ক্ষতি হয়েছে।

এদিকে, ব্রিটেনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর মতে, দক্ষিণ দামেস্কের কিসভো এলাকায় হামলা হয়, যেখানে বিমান-প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করা হয়েছে। অন্তত দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। (ইয়াং/আলিম/ছাই)