সুদের হার অব্যাহতভাবে কমানো হবে: তুরস্কের প্রেসিডেন্ট
2022-06-07 16:58:38

জুন ৭: তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান গতকাল (সোমবার) বলেছেন, তুর্কি সরকার একটি ‘বাস্তব’ অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর ফলে সুদের হার কমানোর ধারা অব্যাহত থাকবে।

মন্ত্রিসভার বৈঠকশেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশের রাজনৈতিক স্বাধীনতা ও নিরাপত্তার ওপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন-পরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতাও রয়েছে দেশটির।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যারা মুদ্রার বিনিময় হার, সুদের হার, ও মুদ্রাস্ফীতি থেকে উপকৃত হয়, তারা এ কথা বুঝতে চায় না যে, সরকারকে বিনিয়োগ, কর্মসংস্থান, উত্পাদন, ও চলতি হিসাবের উদ্বৃত্তের মাধ্যমে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে হবে।

এদিকে, গত ৩রা জুন তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউট থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, দেশটির ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় মে মাসে ৭৩.৫ শতাংশ বেড়েছে, যা ১৯৯৮ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ বৃদ্ধি। (ইয়াং/আলিম/ছাই)