বিশ্ব টেলিযোগাযোগ উন্নয়ন সম্মেলনে ডিজিটাল ব্যবধান হ্রাসের আহ্বান
2022-06-07 16:57:52

জুন ৭: বিশ্ব টেলিযোগাযোগ উন্নয়ন সম্মেলনে বিশ্বব্যাপী ডিজিটাল ব্যবধান হ্রাসের আহ্বান জানান অংশগ্রহণকারীরা। গতকাল (সোমবার) অষ্টম বিশ্ব টেলিযোগাযোগ উন্নয়ন সম্মেলন রুয়ান্ডার রাজধানী কিগালিতে শুরু হয়।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ফেডারেশনের মহাসচিব চাও হৌ লিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বর্তমানে বিশ্বজুড়ে ৫০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এটি মানবজাতির জন্য একটি বড় অগ্রগতি। তবে, আরও ৩০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত। এদের অধিকাংশই আবার উন্নয়নশীল দেশগুলোর গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ।

তিনি আরও বলেন, ইন্টারনেটে যাদের অ্যাক্সেস নাই, তাদেরকে ইন্টারনেটে 'সংযুক্ত' করতে হবে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যকে কেন্দ্র করে নতুন প্রযুক্তি উন্নয়নের দায়িত্ব পালন করতে হবে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভিডিও-ভাষণে বলেন,  টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের প্রক্রিয়ায় মানবজাতি কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। তবে, ডিজিটাল প্রযুক্তি এ সমস্যা সমাধানে সহায়ক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)