চীনে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উদ্ভাবনের ভূমিকা বেড়েছে
2022-06-07 19:58:13

জুন ৭: চীনা কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উদ্ভাবনের ভূমিকা বেড়েছে। চীনে নতুন জ্বালানিচালিত যানবাহনের ব্যবহার ক্রমশ বাড়ছে। বস্তুত, নতুন জ্বালানিচালিত গাড়ির উত্পাদন ও বিক্রির দিক দিয়ে চীন বিশ্বে শীর্ষস্থানে অবস্থান করছে।

এদিকে, চীনে কয়লার আরও দক্ষ ও পরিচ্ছন্ন ব্যবহার নিশ্চিত করতে গবেষণা জোরদার হয়েছে। বিদ্যুৎসরবরাহের জন্য কয়লার খরচ প্রতি কিলোওয়াট-ঘণ্টায় সর্বনিম্ন ২৬৪ গ্রামে নেমে এসেছে, যা জাতীয় গড় থেকে অনেক কম।

(ইয়াং/আলিম/ছাই)